আলোর দিশারির প্রথম প্রোগ্রাম হয় ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন সংলগ্ন ভাসমান মানুষদের জন্য। এতো খুশি ছিল সবাই বলে বোঝানোর মত না। ইদের খাবার দেয়া হয়েছিল। প্রোগ্রামের খরচ যোগাড় থেকে খাবার প্যাকিং সবই উৎফুল্লতার সাথে করেছিল সবাই। সবার প্রথমে আমরা কজন গিয়ে একটা প্রাথমিক সার্ভে ও লিস্ট করে আনি ওখানকার পরিবারগুলোর। তাদের একটা করে টোকেন দিয়ে সযত্নে রাখতে বলি কারণ আমরা সুশৃঙ্খলতা বজায় রাখতে টোকেন অনুযায়ী দেয়ার পরিকল্পনা করেছিলাম আগেই।
লিস্ট করে টোকেন দেয়া হচ্ছে |
ছিল সেমাই, চিনি, ভোজ্যতেল |
মেপে মেপে প্যাক করা হয় প্রথমে শুকনো এবং দীর্ঘসময় সংরক্ষন করা যাবে এমন জিনিসগুলো। আর মুরগির গোশত প্যাক করা হয় প্রোগ্রামের দিন সকাল থেকে। অর্থাৎ ২৪ জুন।
ছিল অল্প গোশত |
Follow Us
We should never discourage good works