আলোর দিশারির প্রথম প্রোগ্রাম হয় ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন সংলগ্ন ভাসমান মানুষদের জন্য। এতো খুশি ছিল সবাই বলে বোঝানোর মত না। ইদের খাবার দেয়া হয়েছিল। প্রোগ্রামের খরচ যোগাড় থেকে খাবার প্যাকিং সবই উৎফুল্লতার সাথে করেছিল সবাই। সবার প্রথমে আমরা কজন গিয়ে একটা প্রাথমিক সার্ভে ও লিস্ট করে আনি ওখানকার পরিবারগুলোর। তাদের একটা করে টোকেন দিয়ে সযত্নে রাখতে বলি কারণ আমরা সুশৃঙ্খলতা বজায় রাখতে টোকেন অনুযায়ী দেয়ার পরিকল্পনা করেছিলাম আগেই।
|
লিস্ট করে টোকেন দেয়া হচ্ছে |
এরপর খরচাপাতি যোগাড় শেষে প্যাকিং শুরু হয়। ক্যান্টনমেন্ট মোড় সংলগ্ন একটা জায়গায় আমরা প্যাকিং করি উপহার গুলো।
|
ছিল সেমাই, চিনি, ভোজ্যতেল
|
মেপে মেপে প্যাক করা হয় প্রথমে শুকনো এবং দীর্ঘসময় সংরক্ষন করা যাবে এমন জিনিসগুলো। আর মুরগির গোশত প্যাক করা হয় প্রোগ্রামের দিন সকাল থেকে। অর্থাৎ ২৪ জুন।
|
ছিল অল্প গোশত |
এরপর সেই ক্ষন আসে। আমরা স্টেশন যাই। সেখানকার মানুষেরা জড়ো হয় একে একে। আমরা সিরিয়াল করি। তারপর টোকেন অনুযায়ী দেয়া হয় ইদ উপহার।
|
টোকেন দেখে ইদ উপহার দেয়া হচ্ছে
|
প্রথম প্রোগ্রাম হিসেবে বেশ ভালোভাবেই শেষ করতে পেরেছিলাম আমরা। বিশেষ করে টোকেন করাতে অনেক কমে গিয়েছিল ঝামেলা।
আল্লাহ, আপনাদের সংগঠনকে আরো সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে কাজ করার তৌফিক দান করুক।
ReplyDelete